
নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স-এনসিটিএফ নোয়াখালী কমিটির শিশুরা। সোমবার নোয়াখালী শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা সহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এনসিটিএফ নোয়াখালী জেলা কমিটি শাখার সভাপতি নাজিয়াত রহমান মুনিয়া জানান, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এনসিটিএফ মাসব্যাপী শীতবস্ত্র সংগ্রহ অভিযানে নামে। এ লক্ষ্যে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ এবং বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত শীতবস্ত্রগুলো জেলার দূর্গম চর এলাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।