মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান শুরু
নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী মাদক বিরোধী অভিযান করে। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে সদর উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউনুর রহমানের সভাপতিত্ত্বে আলোচনা সভায় রহমান প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাউর । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) কামরুল হাসান, শিক্ষা অফিসার হাবিবুল বাশার, মাদক অধিদপ্তরের পরিদর্শক শরিয়ত উল্যা ও প্রধান শিক্ষক মো: আবদুল হালিম ।
- ফেসবুক মন্তব্য