বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) জাতীয় কমিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীকে গতকাল মঙ্গলবার নোয়াখালীতে সংবর্ধনা দেয়া হয়। জেলা শহরের সাপ্তাহিক নয়া সংবাদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোয়াররফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসাস জাতীয় কমিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সেক্রেটারি এডভোকেট আবদুর রহিম ও এডভোকেট আবদুল মান্নান, জেলা জেএসডি’র সাধারন সম্পাদক কাউসার নিয়াজী এডভোকেট, সিপিবি নেতা এডভোকেট গোলাম আকবর, সাংবাদিক বোরহানুদ্দিন, আবু নাছের মঞ্জু, এবিএম কামাল উদ্দিন, আবদুর রহিম, জামাল হোসেন বিষাদ, আবদুশ শাকুর হান্নান।