
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারের দুলামিয়া শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিয়ান শিখায় মুহুর্তের মধ্যে জাহাঙ্গিরের সিমেন্ট দোকান, দুলালের সাইকেল গ্রেইজ ও একটি ব্যাটারী দোকান পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় বসুরহাটের প্রধান সড়কে প্রায় ২ঘন্টা যানবাহন বন্ধ থাকে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।