জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী সদর উপজেলা শাখার সম্মেলন বুধবার বিকেলে নোয়াখালী টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান। লকিয়ত উল্লা মন্নানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জাসদের সভাপতি সলিম উল্যাহ, সাধারণ সম্পাদক এডেভোকেট আজিজুল হক বকশী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশিদ, খায়রুল বাশার কেবি, সিরাজুল হক মাসুদ, রহিম উল্যাহ।
বক্তারা আগামী ২২ ডিসেম্বর নোয়াখালী পৌরহলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র উপস্থিতি দলের জেলা সম্মেলনকে সফল করে তোলার আহবান জানান।
সম্মেলনে লকিয়ত উল্লা মন্নানকে সভাপতি ও খায়রুল বাশার কেবিকে সাধারন সম্পাদক করে দলের ২৯ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।

মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
