
জাতীয় পার্টি চেয়্যারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ রবিবার নোয়াখালী সফরে আসেন। সফরকালে বিকেল ৪টায় এরশাদ নোয়াখালী জিলা স্কুল মাঠে জাতীয় পার্টি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দলীয় প্রধানের নোয়াখালী আগমনকে স্বাগত জানিয়ে এদিন সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে করে মাইকে বিভিন্ন শ্লোগান প্রচার করা হয়।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি কোন দলীয় প্রধানের নোয়াখালী সফরে জেলাবাসীর আয়োজনে নতুন মাত্রা যোগ করে।