
ইকবাল হোসেন মজনু, কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বসুরহাট একাডেমী সাফল্যের শীর্ষস্থান অধিকার করেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসুরহাট একাডেমীতে ৫ম শ্রেণীতে ৪৭ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেছে ৪৬ জন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ১জন। পাশের হার শতভাগ।
উপজেলার মধ্যে এ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যে সবার শীর্ষে রয়েছে। ২০০৮ সালে সরকারী বৃত্তি পরীক্ষায়ও ১৯ জনের মধ্যে ১৭ জন টেলেন্টপুল ও ২ সাধরণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া স্থানীয় আঞ্চলিক বৃত্তি পেয়েছে এ প্রতিষ্ঠানের ২৯৮ জন কৃতি শিক্ষার্থী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ শরিয়ত উল্যাহ বলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সচেতনতার কারণে আমাদের এ সাফল্য এসেছে। এ প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে কিন্ডার গার্টেন হিসাবে উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষাদানের পরিচালনার দায়িত্বে আছেন ৩১ জন শিক্ষক। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দিবসে খেলাধূলা, বিনোদন ও সংস্কৃতিক অনুষ্ঠানে শীর্ষস্থান অধিকার করে আসছে। বসুরহাট একাডেমীর শিক্ষার্থীদের সাফল্যে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সকলকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজল