
সোমবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫টায় জাতীয় পতাকা উত্তোরনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: হানিফ। এসময় শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত বেজে উঠে।
এরপর মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবুল কাশেম।
মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙ্গালরি বিজয় এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলার প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গণসংগীত, নৃত্য, নাটক ও যাত্রাপালা। এছাড়া থাকছে মেলা প্রাঙ্গণে ১২৫টি ষ্টলে দেশীয় পণ্যের প্রদর্শন।