
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার থেকে শুরু হয়েছে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেলে উপজেলা শহীদ মিনার চত্তরে আয়োজিত এ মেলার উদ্বোধন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উদ্বোধনী সংগীত পরিবেশনের পর এক বর্ণাঢ্য বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় মেলা উদযাপন কমিটির আহবায়ক আবদুল কাদের মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানারা পারভীন রুনু, মেলার সদস্য সচিব শহীদ উদ্দিন বাবুল, বসুরহাট পৌরসভার মেয়র কামাল উদ্দিন চৌধুরী, ওসি মো: আবদুর রব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, আ’লীগ সেক্রেটারী ইস্কান্দার হায়দার বাবুল, জাসদ নেতা আবু ছায়েদ চেয়ারম্যান, লেখক রফিকুল ইসলাম চৌধুরী প্রমূখ।