নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডঃ সঞ্চয় কুমার অধিকারী প্রবীন রাজনীতিবীদ, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা অধ্যাপক হানিফ রচিত গ্রন্থ সংকলন বিচিত্রা মোড়ক করেন । এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে নোয়াখালী কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গণস্থ বিজয় মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বিজয়মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের ও মাওলা জিয়াউল হক।
সংকলন বিচিত্রা গ্রন্থে অধ্যাপক হানিফ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের সাহচর্য, জাতীয় পর্যায়েয় নেতাদের সাথে সম্পর্ক, মুক্তিযুদ্ধ, সংবিধান প্রনয়ণে অংশগ্রহণ, ভাষা আন্দোলনসহ নোয়াখালীর সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।