
সহজ ও আধুনিক ব্যাংকের প্রত্যয় নিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাইজদী কোর্ট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জহুর উল্ল্যাহ।
এসময় ব্যাংকের ডাইরেক্টর ও দৈনিক যায়যায়দিন এর ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, ম্যনেজিং ডাইরেক্টর ফরমান আর চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন, রোজিনা আলিয়া আহমেদ, জহুরা বিবি ও সাইফ সারোয়ার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম আহসান হাবিব, এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট জন সরকার ও সাব্বির আহমেদ, সাবেক সংসদ সদস্য ফজলে এলাহী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক শামসুল হাসান মিরনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লক্ষীপুর জেলার রামগঞ্জে ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৭ মত শাখার উদ্বোধন করা হয়।