
নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার নোয়াখালী মুক্ত দিবস পালিত হয়। বিকেল ৪টায় জেলা শহরেরর পিটিআই’র সামনে নির্মিত নোয়াখালী মুক্ত স্কয়ারে জাতীয় পতাকা উত্তোরনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: হানিফ। এসময় শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত বেজে উঠে।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবুল কাশেমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: হানিফ, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, নোয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধক্ষ বেলাল উদ্দিন কিরন। এরপর শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।