
মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার বিকেল ৩টায় জাহানারা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় নুরনবীর হোটেল, ইয়াছিন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জয় হেয়ার সেলুন, আবদুল জলিলের ফাষ্টফুড ও আজিজিয়া হোটেলে থাকা নগদ টাকা, মালামাল ও আসবাব পত্র সম্পূর্ণ পুড়ে যায়।
এতে প্রাথমিক হিসাবে প্রায় ৯ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মোঃ মানোয়ার হোসেন মোল্লা অগ্নীকান্ডস্থল পরিদর্শন করেন।