নোয়াখালীর সেনবাগের দুই বাড়িতে গত রোববার দিবাগত রাতে পৃথক দুইটি দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও ও দেবিসিংপুর গ্রামে এই ঘটনা দুইটি ঘটে। এসময় সশস্ত্র ডাকাতেরা বাড়ি দুইটি লোহার গেট ও দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের গ্রাম সরকার শরিয়ত উল্লার বাড়িতে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত ঢোকে। ডাকাতেরা বাড়ির পাকা ভবনের লোহার গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে লুটপাট চালায়। এসময় ডাকাতেরা নগদ ৩০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় চারলাখ টাকার মালামাল লুট করে।
একই রাত আড়াইটার দিকে নবীপুর ইউনিয়নের দেবিসিংপুর গ্রামের প্রবাসী ইলিয়াছের বাড়িতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত বাড়ির পাকা ভবনের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এর পর ডাকাতেরা ঘরের নারী-পুরুষ সকলকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন ডাকাতির ঘটনার কথা স্বীকার করে জানান, তিনি নিজে গিয়ে দুইটি স্থানই পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের লোকজন থানায় মামলা দায়েরে অস্বীকৃতি জানিয়েছেন।
মতামত
হা বী ব ই ম ন
রোহিঙ্গাদের হাতে নষ্ট হবে নোয়াখালী!
ছোট্ট একখান শহর। এক রাস্তার শহর। শুনশান-শান্ত একটি শহর। সেই শহরের ছোট্ট একটি ছেলে আমি। যদি এ জীবনে ভালো কিছু অর্জন করতে পারি, এ শহরের মানুষগুলোর কাছে থেকে এ শিখেছি। আজ প্রয়োজনে অপ্রয়োজনে, বাস্তবতা-অবাস্তবতায় এ শহর থেকে অনেক দূরে এসেছি। কল্পনায়-আবেগে এখনো মন পড়ে থাকে এ শহরের দিকে। ছটফট করি কখন বাড়ি যাবো, কখন এ প্রিয় শহরে দাপিয়ে বেড়াবো, প্রিয় মুখগুলো শ্রীদর্শন হবে, অপেক্ষায় থাকি।
[বিস্তারিত]

মতামত
নোয়াখালী বিভাগ চাই
আবদুল্লাহ আল মামুনবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্ট অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম‘নোয়াখালী’। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যাঁরা নিজ কর্মে কীর্তিমান।
বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুর বিভাগ হলেও প্রাচীন এই জেলাটিএখনও বিভাগ হয়নি। বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক।
[বিস্তারিত]
